STORYMIRROR

Manjula Acharya

Tragedy Others

3  

Manjula Acharya

Tragedy Others

বেদনা

বেদনা

1 min
198

বল সখি বল

    ঢল ঢল দু নয়নে

       ভরেছে কেন জল

কি বেদনা আছে

         ওরে  তোর মনে

            মোর কানে বল 

মুখে নেই হাসি

     যেন শুকনো ফুল 

        কোথায় সে বাঁশি

বিষাদ সে বদনে

        কালো মেঘের ছায়া

             সবই তো মায়া

রাতের পরে দিন

     আসবেই আসবে

        বাদল যাবে ভেসে

মুখে ফুটবে হাসি

     করে আলো ঝলমল

          বল সখি বল


আসিবে ফিরে সুদিন

      খুশিতে ভরে মন 

          শোন সখি শোন।


  


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Tragedy