বেদনা
বেদনা
বল সখি বল
ঢল ঢল দু নয়নে
ভরেছে কেন জল
কি বেদনা আছে
ওরে তোর মনে
মোর কানে বল
মুখে নেই হাসি
যেন শুকনো ফুল
কোথায় সে বাঁশি
বিষাদ সে বদনে
কালো মেঘের ছায়া
সবই তো মায়া
রাতের পরে দিন
আসবেই আসবে
বাদল যাবে ভেসে
মুখে ফুটবে হাসি
করে আলো ঝলমল
বল সখি বল
আসিবে ফিরে সুদিন
খুশিতে ভরে মন
শোন সখি শোন।
