STORYMIRROR

PRIYABRATA DAS

Inspirational Others

3  

PRIYABRATA DAS

Inspirational Others

বৈপরীত্য

বৈপরীত্য

1 min
247

ধরণী

আছে নীরবে,

অদেখা আতঙ্কে জনশূন্য।

জীবিকার গৃহ বন্ধ তালায়

চাবিটা হারিয়ে গেছে, সবাই দিশেহারা,

সময় ফুরিয়ে আসে, খুঁজতে থাকে অবিরত।


বিষ মুক্ত আকাশ, বিহঙ্গের আনাগোনা ক্রমাগত।

প্রাণভরে শ্বাস গ্রহণে ব্যস্ত বসুন্ধরা,

আকাশ ভরেছে সূর্য তারায়

সমাধিস্থ পাপ পূণ্য।

শান্ত হবে,

মেদিনী।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational