শেষ অতিথি
শেষ অতিথি


জীবন পথের বাঁকে বাঁকে পেয়েছি যাদের দেখা
তাদের আমি বন্ধু মানি, যদিও এখন আমি একা।
তবুও মনের খাতায় নামটি আজও সোনার অক্ষরে লেখা
তাদের ভালোবাসার গন্ধটুকু মনের কোঠায় যত্ন করে রাখা।
সেই বন্ধুর দেখা পাইনি আজও আসবে জানি স্বর্গ হতে নামি
চোখের দেখায় বলব তোমায় তুমি আমার, তোমার আমি।
সারাজীবন থেকেছি হেথায় চাইনি তোমায় কভু
থাকতে চেয়েছি সবার মাঝে, প্রার্থনা করি প্রভু।
তবুও সমাজের অবক্ষয়, অবমাননা ও খুন জখমের যাঁতাকলে
থাকতে চাইনা এ পৃথিবীর বুকে, যেতে চাই তোমার কাছে চলে।
মরণ ওগো বন্ধু আমার তুমি এসো নীরবে
ওগো আমার প্রাণপ্রিয় তুমি আমার শেষ অতিথি হবে।
তোমার লাগে বসে আছি পথের পানে চেয়ে
শেষ কথাটা বলব আমি তোমার সাথে এক হয়ে।