জীবন অনুভবে
জীবন অনুভবে


জীবন
অনুভূতির আস্বাদন,
বড়ো হওয়ার অনুপ্রেরণা
যার শিকড় অনেক গভীরে।
মানুষ চাইলেও কি সব পায়?
মানুষকে রাঙিয়ে তোলে ভালোবাসার জলছবির ছোঁয়া।
সারাজীবনে থাকে ভরসা বিশ্বাস প্রেমের মায়া।
কেউ মায়া কাটিয়ে হারিয়ে যায়,
কেউবা অপেক্ষারত মনের গহ্বরে।
ক্রমাগত চলে অবমাননা
রঙ্গমঞ্চের আমরণ
অনশন।