STORYMIRROR

PRIYABRATA DAS

Children Stories Inspirational

2  

PRIYABRATA DAS

Children Stories Inspirational

পিতাস্বর্গ

পিতাস্বর্গ

1 min
135

ছোট একটা আবেগঘন মিষ্টি কথা - ' বাবা ',

দুই ঠোঁটের দুটি স্পর্শ তুমি ভিন্ন আছে কেবা।

ছোটো থেকেই পেয়েছি আশিস রেখেছো মাথায় হাত,

তুমি আমার জগৎশ্রেষ্ঠ করেছ আশীর্বাদ।

কাছে গিয়ে বলিনি হয়তো তোমায় ভালোবাসি,

তবুও আছো অলিন্দ মাঝে সারা দিবস রাতি।

মা রেখেছে গর্ভে আমায়, রেখেছো বুকে তুমি,

মা যদি হয় "স্বর্গাদপী", "পিতাস্বর্গ" তুমি।


Rate this content
Log in