পিতাস্বর্গ
পিতাস্বর্গ
ছোট একটা আবেগঘন মিষ্টি কথা - ' বাবা ',
দুই ঠোঁটের দুটি স্পর্শ তুমি ভিন্ন আছে কেবা।
ছোটো থেকেই পেয়েছি আশিস রেখেছো মাথায় হাত,
তুমি আমার জগৎশ্রেষ্ঠ করেছ আশীর্বাদ।
শিক্ষিত হোক বা অশিক্ষিত, তুমি আমার শিক্ষাগুরু,
তোমার হাত ধরেই হলো আমার হাঁটা শুরু।
সারা জীবন কাজের মাঝে থেকে গেলে নীরব
না চাইতেও উজাড় করে দিয়েছ আমায় সব।
কাছে গিয়ে বলিনি হয়তো তোমায় ভালোবাসি,
তবুও আছো অলিন্দ মাঝে সারা দিবস রাতি।
মা রেখেছে গর্ভে আমায়, রেখেছো বুকে তুমি,
মা যদি হয় "স্বর্গাদপী", "পিতাস্বর্গ" তুমি।