ফটোগ্রাফার
ফটোগ্রাফার

1 min

12K
এক অভিনব পেশাবৃত্তি-
ক্যামেরায় বন্দী হয়
কত দিন, মাস, বছরের স্মৃতি।
মনের ভিতর সাক্ষী হয়ে থেকে যায়
হাসি কান্নার ঘটনা;
কখনো বা বিয়ের আনন্দঘন মুহূর্ত
বন্দী হয় একটা ক্লিকে;
আবার কখনো সাক্ষী হয়ে থাকে
হৃদয় বিদারক শ্মশান যাত্রা।
অনেক টানা পোড়নের মাঝেও
ছুটে যায় জীবিকার তাগিদে,
তবুও আনন্দ অ্যালবামের মাঝে,
কখনো কি পায় আনন্দের আস্বাদ?
তাদেরও প্রাপ্য প্রকৃত সন্মান, কারণ
তারাই সমাজের "ফটোগ্রাফার"।