STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

4  

Manik Goswami

Classics Fantasy

অপরূপা

অপরূপা

1 min
432

Nov.18  Fairy tale   Team A


অপরূপা 

মানিক চন্দ্র গোস্বামী


কে তুমি স্বপ্নে এসেছো রাজকন্যার বেশে,

ছড়িয়ে দিয়েছো সুগন্ধি সুবাস,

রূপের ছটা আজানু লম্বিত কেশে।

স্বর্গ থেকে এলে বুঝি তুমি

আজি এ মর্ত্যলোকে,

টানা টানা দুই চোখের কোণে

লজ্জা আড়ালে রেখে।

গোলাপের রঙে রেঙে আছে মুখ,

রাজহংসী গ্রীবা;

যৌবনেরই উথাল তরঙ্গ

বসনে যায় না বাঁধা। 

পুষ্প কোমল চরণ দুটি

রঞ্জিত রাঙা রঙে,

নৃত্যকলায় নুপুরের ধ্বনি

মোহের প্রাচীর ভাঙে।

উষ্ণ ঠোঁটের পেলব পরশ

সোহাগী আদরে ভরা,

কল্পলোকের পরী দর্শনে

হৃদয় পাগলপারা।

অঙ্গে বাহারি শাড়ি,

আঁচলে ময়ূর পেখম;

রূপের পসরা সাজিয়ে পরীর 

মনের দুয়ারে কদম।


Rate this content
Log in

Similar bengali poem from Classics