অন্তগহনের আত্মভুক্তি
অন্তগহনের আত্মভুক্তি
আমার চোখের আলো নিভে যায়
তোমার চোখ থেকে কিঞ্চিত পরিমাণ আলো ধার নিয়ে
আমি আমার দুয়ারে আলো জ্বালবো
তার বিনিময়ে
একশো ফোঁটা তাজা রক্ত তোমার হৃদপিন্ডকে দিতে চাই
আমি জানি তোমার হৃদপিন্ডের ভিতর আমার যে প্রেমের বীজ
সুপ্তদশা থেকে একশো আশি ডিগ্রি ঘুরে একশো ফোঁটা রক্ত পেয়ে পৃথিবীর সমস্ত আলো উপহার দেবে।
