অনন্ত প্রেম
অনন্ত প্রেম
নিশি জাগা পাখি রাতে বলে ডাকি'
কোথা শেষ তব কোথা শুরু ,
কে অধিক বাঁকা শ্যাম আল্লারাখা
আঁখি দুটি নাকি জোড়া ভুরু ।
কায়া নাকি ছায়া কার মোহ মায়া
কে ধরে রাখে; কেইবা ছাড়ে,
কার আঁখি জল বহে অবিরল
তীর ভাঙা ঢেউ ; মন কাড়ে !
কে বালির বাঁধ রবি নাকি চাঁদ
ছবি ভবি সবি ভুলে ভরে,
চাঁদ পনা মুখ মনের অসুখ
সুখে দুঃখে রবি তুলে ধরে।
প্রায় বৃত্তাকার ধরণী আমার
দিক বরাবর একই দিশায়,
যাতায়াতে তার কি বা দরকার
আসি যাই সেই এক জায়গায়।
ওই যে আকাশে ধূলিকণা ভাসে
দৃশ্যমানে শেষে শুন্য মহাগুরু,
আদি অন্ত তার জ্যোতির্লিঙ্গ পার
কোথা' শেষ তার কোথা' শুরু ?
