অন্ধকার ভবিষ্যৎ
অন্ধকার ভবিষ্যৎ
অন্ধকার ভবিষ্যৎ
মানিক চন্দ্র গোস্বামী
অতীত যেমন অন্ধকারে, ভবিষ্যতেও আঁধার,
বর্তমানের মুহূর্তটুকু জীবনকালের সার।
যে সময়টা পার হয়েছে, আসবে না আর ফিরে,
স্মৃতির ঘরে উঁকি মেরেও আঁধার প্রকট ধীরে।
ভাবনা বিশাল, কি যে হবে, আগামী ভবিষ্যতে,
ভেসে যাওয়ার অস্থিরতায় ঘুম হয় না রাতে।
বর্তমানের ঘটনা সকল প্রভাব ছড়াবে কাল,
ডুববে নাকি লক্ষ্মী কৃপায় হয়ে যাবে মালামাল।
গুরুজনে যুক্তি দিয়ে, উপদেশের ভাষায়,
বুঝিয়ে দেবেন ভবিষ্যৎটা গড়তে নির্দ্বিধায়।
বর্তমানকে মান্যতা দিয়ে নিজেকে তৈরী করো,
আপন কলার মহিমা ছড়ায়ে ভবিষ্যৎটা গড়ো।
যদিও জেনো নিজের হাতে আগামীর রাশ নেই,
তবু সমাজ যদি অসুস্থ হয়, হতাশা অচিরেই।
সমাজ এবং প্রশাসনের দায়িত্ববোধের ফল,
বর্তমানের চোখেই দেখবে ভবিষ্যৎ উজ্জ্বল।
