অমর প্রেম
অমর প্রেম


Week-43
অমর প্রেম
মানিক চন্দ্র গোস্বামী
মান্যতা তুমি পেলেনা সমাজ চোখে,
সহানুভূতি মেলেনি কোমল মনের দুখে,
তবু উথলি উঠিছে খুশি।
বিরহ বেদনা সবই নিয়েছো মেনে,
অশ্রু কণা শুখিয়েছে আঁখি কোণে,
তথাপি ওষ্ঠ কোণেতে হাসি।
জীবনের প্রেম ব্যর্থ হয়েছে জানি,
মনের দৃঢ়তায় বিজয়ী হয়েছো মানি,
দুচোখে ছিলোনা আগুন ছবি।
বুঝিয়ে দিয়েছো পৃথিবীর প্রতি জনে,
অনাবিল প্রেম দৃঢ়তর হয় মনে,
অমর প্রেম রইলো চিরজীবী।