STORYMIRROR

Kausik Chakraborty

Tragedy Classics Inspirational

4  

Kausik Chakraborty

Tragedy Classics Inspirational

অক্ষর সন্ধান

অক্ষর সন্ধান

1 min
177


এখনো মেটেনি কুয়াশা দাগটা, এখনো মোছেনি মাটি

ইতিহাস খোঁজে চওড়া আঁচল, সোনার পাথরবাটি

কিন্তু কখনো পাতা ছিঁড়ে কেউ ঝোলায় নি অজুহাতে

রফিকরা যবে শাহবাগ থেকে অক্ষর পেলো সাথে


জমকালো কিছু বুলেট বিঁধলো, ভাঙলো পাঁচিল দূরে

রাজপথ ঢাকা মশাল তখনো মিশেছিল রোদ্দুরে

হয়ত বাঁশির নতুন সুরটা চেনানো হয় নি আর

বরকতরাও দিয়ে দিত নাম পরিপাটি রাস্তার


অন্ধকারের বাইরে কখনো বেরোয়নি খানসেনা

তখনো রাতের সম্বিৎ ভেঙে রোদ্দুর উঠছেনা

তাকিয়ে দেখেছি এদিকে-ওদিকে পড়েছিল লাশ যত

গায়ে ছেঁড়া তার ভাষার চিহ্ন, বাকিসবই অক্ষত


অবহেলা শুধু দাগ হয়ে কারো বিঁধেছিল অস্ফুটে 

বন্দুক হাতে সব লংমার্চ বাঁধা পেত রংরুটে

যারা বেঁধেছিল মাতৃভাষার আঙুল ও অভিমান

আজও খুঁজে ফিরি তাদের শরীরে অক্ষর সন্ধান


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy