STORYMIRROR

Abhijit Halder

Classics Fantasy Inspirational

4  

Abhijit Halder

Classics Fantasy Inspirational

অবকাশ -৭৪

অবকাশ -৭৪

1 min
10

সোনালী রোদ এঁকে দেয় সূর্য সম্ভার

সমুদ্রের ন্যায় এই উৎকন্ঠা অবকাশ

ব্যাকুলতার ভাষা নেই উল্লাস

কি মনে হয় শৈশব মিষ্টাচার।

দাফনের যুগ আসে পৃথিবীতে

মানুষ থাকে না

সাফল্যের সিঁড়ি বড়ই ভয়ঙ্কর

মানুষ উঠতে পারে না সেই সিঁড়ি বেয়ে উপরে।

স্তন্যপায়ী জীবন আমাদের

সুন্দরের অবকামনা সংশয়

ভাগ্যের পতন জাহাজের উপমা এগিয়ে

মানুষ ফিরে আসে ব্যর্থ হয়ে সাফল্যের পথ থেকে।

এ বিচার মানুষের নয় ঈশ্বরের

সমস্ত যুদ্ধ শেষের পথে এবং একসময় তা শেষ হয়

থাকে না মানুষ যুদ্ধের ইতিহাস লিখতে

সময়ের কাছে সবাই হেরে যায় নির্দিষ্ট নিয়মে।

পড়ে থাকে শহর নগর - পড়ে থাকে সমস্তকিছুই

একসময় তা জীর্ণ হয় বিলীন হয়

উপলব্ধিতে তখন ধরা যায় না কোনোকিছুই

তবুও সূর্য একা একা জ্বলতে থাকে অবিরাম।।

Copyright Reserved

Abhijit Halder

   15.11.2023


Rate this content
Log in

Similar bengali poem from Classics