আত্মদর্শন
আত্মদর্শন
হ'তাম যদি তোমার মত একটু স্বার্থপর,
গুছিয়ে নিতাম নিজেরে আমি ; গুছিয়ে নিতাম ঘর ।
পিছন ফিরে চাইনি বলে পাইনি দেখা তার,
ভুলেও কোন ভুল করা নয়; আমার অহংকার ।
নিজের কথা ভাবিনি বলে জগৎ দেখি চোখে,
সেই তো আমার বিশ্ব ভ্রমণ দৃশ্যমান আলোকে ।
এই ধরণীর ধূলায় ধূলায় রয়েছে বিলীন যারা,
তারা কেউ গাছ, কাঁকর, পাথর কেউ বা অশ্রুধারা।
কেউ বা আমার পূর্বপুরুষ প্রিয় পরিজন ভাই,
তাদের ছেড়ে নিজের কথা ভাবতে পারি নাই ।
জীবনের এই অন্ত দেশে সন্ত হ'তে গেলে,
কি পেয়েছি কি দিয়েছি হিসেব নাহি মেলে।
সময় কোথায় নিজেরে নিয়ে ভাবি নতুন করে,
পারব না আর এই বয়সে আয়না মুখে ধরে।
****************************
