আমরা করেছি জয়
আমরা করেছি জয়
আমরা করেছি জয়
মানিক চন্দ্র গোস্বামী
তোমার সাথে মনের মিলে বাড়ির বাধা ছিল,
দু'জন আমরা দুই রাজ্যের, ভাষাতে নেই মিলও ।
চাকুরী ক্ষেত্রে এক অফিসে তোমার সাথে আলাপ,
মনে পড়ে প্রথম দিনের উপহার ছিল গোলাপ।
দু'টি হৃদয় নিকট এসেছে সময় কেটেছে যত,
ভালোবাসার নিবিড়তায় প্রাধান্য পেলো মতও।
আমাদের এই মেলামেশা মানেনি গুরুজনে,
আমার মতো তোমার বাড়িও চেয়েছিলো বাধাদানে।
ভাষা কোনোদিন আমাদের মাঝে ছিল না অন্তরায়,
প্রেমের আকাশে রামধনু ছিল রঙিন সপ্তচ্ছ্বটায়।
সহযোগিতা পাইনি মোরা, শুধুই মনের জোরে,
সাজিয়ে নিয়েছি সংসারটিকে নিজের মতো করে।
মনে যখন প্রশান্তি থাকে, কর্মে বসে মন,
মুখের হাসি মনের কথার পূর্ণ প্রতিফলন।
আজ আমরা প্রেমিক যুগলে এগিয়ে এসেছি পথ,
সফল হয়েছে মনোস্কামনায় পূর্ণ মনোরথ।
তোমায় পেয়েছি আমার পাশে, প্রেরণার ধারা তুমি,
সফলতার মাপকাঠিতে ধন্য মাতৃভূমি।
