আমার রবিঠাকুর
আমার রবিঠাকুর


তুমি আমার আশৈশবের
টাপুর -টুপুর বৃষ্টি
মায়ের কাছের হাজারো 'প্রশ্ন'
জগৎ দেখার দৃষ্টি।
তোমার লেখা গদ্যে-পদ্যে
শিখেছি মাতৃভাষা
'আমাদের গ্রাম' আর 'ছোটো নদী'
জাগালো হাজারো আশা।
তোমার গানেই প্রনতি আমার
জন্মভূমির প্রতি
'জন-গন-মন' মন্ত্রধারায়
পূজিত নিরবধি।
যৌবনে প্রেম শিখিয়েছ তুমি
হয়ে বৈশাখী ঝড়ো হাওয়া
ভেঙ্গেছো, গড়েছো,স্বপ্ন নিয়ে
'হঠাৎ দেখা' -র চাওয়া।
মন খারাপের সঙ্গী ছিলে
যখন 'কৃষ্ণকলি'র মনে
'মেঘমুক্ত' করেছো হৃদয়
তোমার 'অশেষ' দান।
জীবনে তুমি 'ঋতুসংহার'
'নববর্ষা' য় প্লাবন
বসন্ত এলে পলাশের রং
উচ্ছল 'উপবন'।
'হারিয়ে -যাওয়া' আমার 'আমি'
যখন দিকভ্রষ্ট
'সঙ্গী' হয়ে পথ দেখিয়েছো
নিয়েছো সকল কষ্ট।
প্রভু তুমি, কবি তুমি
তুমিই জগৎ-রবি
তোমার পূণ্য চরণ তলে
সহস্রবার নমি।
যদি থাকে কোনো 'জন্মান্তর'
হোক পুন তব শুভ 'আগমন'
এই 'ভারততীর্থ' মাঝে
তব চরণে 'প্রার্থনা' আমার
বৈশাখী এই সাঁঝে।।