Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sudeepa Mondal

Inspirational Others

4.0  

Sudeepa Mondal

Inspirational Others

আমার রবিঠাকুর

আমার রবিঠাকুর

1 min
213



তুমি আমার আশৈশবের

টাপুর -টুপুর বৃষ্টি

মায়ের কাছের হাজারো 'প্রশ্ন'

জগৎ দেখার দৃষ্টি।


তোমার লেখা গদ্যে-পদ্যে

শিখেছি মাতৃভাষা 

'আমাদের গ্রাম' আর 'ছোটো নদী'

জাগালো হাজারো আশা।


তোমার গানেই প্রনতি আমার 

জন্মভূমির প্রতি

'জন-গন-মন' মন্ত্রধারায়

পূজিত নিরবধি।


যৌবনে প্রেম শিখিয়েছ তুমি

হয়ে বৈশাখী ঝড়ো হাওয়া

ভেঙ্গেছো, গড়েছো,স্বপ্ন নিয়ে 

'হঠাৎ দেখা' -র চাওয়া।


মন খারাপের সঙ্গী ছিলে

যখন 'কৃষ্ণকলি'র মনে

'মেঘমুক্ত' করেছো হৃদয় 

তোমার 'অশেষ' দান।


জীবনে তুমি 'ঋতুসংহার'

'নববর্ষা' য় প্লাবন

বসন্ত এলে পলাশের রং

উচ্ছল 'উপবন'।


'হারিয়ে -যাওয়া' আমার 'আমি'

যখন দিকভ্রষ্ট 

'সঙ্গী' হয়ে পথ দেখিয়েছো

নিয়েছো সকল কষ্ট।


প্রভু তুমি, কবি তুমি 

তুমিই জগৎ-রবি

তোমার পূণ্য চরণ তলে

সহস্রবার নমি।


যদি থাকে কোনো 'জন্মান্তর'

হোক পুন তব শুভ 'আগমন'

এই 'ভারততীর্থ' মাঝে

তব চরণে 'প্রার্থনা' আমার

বৈশাখী এই সাঁঝে।।



Rate this content
Log in

More bengali poem from Sudeepa Mondal

Similar bengali poem from Inspirational