Bipattaran Misra

Inspirational

5.0  

Bipattaran Misra

Inspirational

আমার প্রেরণা অরণ্য হোক

আমার প্রেরণা অরণ্য হোক

1 min
1.0K


তখন আমার কৈশোর --

আমার সমুদ্রে ঝর 

হাতে পেলাম 

সুভাষচন্দ্রের 'তরুণের স্বপ্ন' 

আর বিবেকানন্দের ---

বিপুল ছায়া মাথার উপর! 

বিধ্বংসী ঝঞ্ঝা পেলো নূতন গতি --- 

              সৃষ্টির প্রেরণা! 

ঝর থেমে পৃথিবী শীতল হলো, 

      পাখি মেললো সুখ ডানা। 

ডালে ডালে কচি পাতা এলো, 

ফুল এলো, ফল এলো --

তার বীজে গাছে গাছে ভরে যাক 

           চারদিক দিক দিগন্তে! 

আমার প্রেরণা অরণ্য হোক 

        পৃথিবীর দূর দূরতম প্রান্তে! 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational