আমার মা আছে
আমার মা আছে
যখনি চিত্তে আসিল ভয়ের জোয়ার
দাঁড়ায়ে সোমুখে শাসনের অসি ও তিরস্কার
মায়ের আঁচল বক্ষে জড়ায়ে
কহিলাম আমি ঘোর নির্ভয়ে
আসুক যতই বিপদ সম্মুখে
হবো নাকো নত পরাজয় ভয়ে
উদাত্ত কণ্ঠে গাহিব জয়ধ্বনি
আমার মা আছে
জগতের পানে তাকায়ে দেখি
সকলি প্রজাতি তোমা হতে নমি
মুনি ঋষি দেব ও গন্ধর্বরাজি
তোমারি আরতি করে দিবারাতি
আসুক ঝঞ্জা,আসুক বিপত্তি
দুঃখ-দৈন্যে হবো নাকো ব্যাথী
তোমার নামের জয়টিকা লয়ে
দুখের মুকুটে পদাঘাত করে
প্রলয়ের মুখে দাঁড়ায়ে কহিব তারস্বরে
আমার মা আছে
কেমনে তোমার করিবো ব্যাখ্যা
মমতা তোমার সীমারেখা ছাড়া
তব অন্তরে প্রেম প্রবাহিনী গঙ্গা
মোর হৃদয়ে তুমি অবিনাশী আত্মা
তুমি ছাড়া মোর নাই অস্তিত্ব
লাঞ্ছনা বঞ্চনা করে মোরে স্তম্ভিত
অন্তরে জমে যত পর্বতশৃঙ্গ
সর্বনাশের বাসুকী শির তোলে বিস্তৃত
সকলেরে দিবো সাজা নির্মম চিহ্নিত
তব আশিস রহিবে বক্ষে সঞ্চিত
মেদিনী কাঁপায়ে কহিব হুহুঙ্কারে
আমার মা আছে
আমি যদি কভু হই দুর্বল
পাই যেন তব স্নেহ ছায়াতল
স্বর্গের সিঁড়ি পাইনে খুঁজে
স্বর্গের দ্যুতি তোমারি মুখে
চাইনাকো কিছু এই ভুবনে
আসিব ছোট্ট শিশুটি হয়ে
জনমে জনমে মায়ের ক্রোড়ে
জীবন সায়াহ্ন এসে গেলে পরে
ঠাইঁ দিও তব চরণের তলে
বাকশক্তি রুদ্ধ হলে পরে
যমরাজ যদি টানাটানি করে
অন্তৰ্মুখে কহিব অস্ফুট স্বরে
আমার মা আছে
