আমাজন আমার নয়
আমাজন আমার নয়
সবুজ , বুঝতে পারিনি তোমায়
আলো থেকে দূর উপমায় ।
গহনে খুঁজি শান্তির দ্বীপ ,
জ্বালায়ে ছাড়ি ভয়াল প্রদীপ ,
আজ ভুলই বুঝো তুমি আমায় ।
গুছিয়ে রেখেছি অস্থির মন ,
উত্তাল করি বন্য জীবন ,
ছাই করে পুড়ে রাখি
ফুসফুসে কালো বাকি ,
আজ খুঁজতে চাইছি শ্রাবণ ।
বন্যক্রোড় খালি সন্তান হারায়ে ,
মাতা যেমন দু়ঃখে চোখ ভরায়ে ,
দগ্ধ সন্তান কাতর ব্যথায় ,
বাষ্পে মোড়া হাহাকার পাঠায় ,
আমার আমাজন কাঁদে একা দাঁড়ায়ে ।
নিঃশ্বাস অনুভূত যেন কতকাল ,
বন্ধ হবেই না যেন জীবৎকাল ।
কলজে রাখলে মানিব্যাগে ,
সুস্থ জীবনটাই যে আগে
ভুলেই গিয়েছি আজ কতকাল !
সভ্যতার একভাগে যে আদিমও আছে ,
যেন আমাদের থেকে বহুদূরে বাঁচে ।
এসব উন্নয়নের পথে কাঁটা ,
নরক যাত্রাপথে দিচ্ছি হাঁটা ,
অনুতাপেও হাতে তাই মোবাইল আছে ।