আলো ও অন্ধকার
আলো ও অন্ধকার


ঝরা পাতার বসন্ত,
আর এক মুঠো আগুন রাঙা পলাশ,
নিয়ে এসেছিলো ওরা।
ঘর বাঁধার স্বপ্ন দেখতে।
গেরুয়া আর সবুজের মিশেল যে
একটা কালো কুৎসিত চেহারারই জন্ম দেয়,
সেটাও হয়ত ওরা জানতো।
তবুও ঝড়ের রাতের মতো,
সেই মিশকালো অন্ধকারের স্বপ্নকেই,
বাঁচাতে চেয়েছিলো ওরা।
আর সেই অন্ধকার কে মুছে ফেলতে,
দণ্ডধারক সমাজ, হাতে তুলে নিয়েছিল,
শাস্ত্র আর কুরআন এর উজ্জ্বল মশাল।
ইতিহাস সাক্ষী ছিল,
আরো এক অন্ধকার পাপের পরাজয়ের।
আর অগ্নি সাক্ষী ছিল গেরুয়া আর সবুজের,
কালো ছাই হয়ে মিলে যেতে পারার সার্থকতার।