আবার এসো ফিরে
আবার এসো ফিরে


আবার এসো ফিরে।
কোন কাজকে ছোট মনে না করে, মুয়াজ্জিন হয়ে,
চা দোকানে কাজ করে, অভিনয় করে,সেনানী হয়ে,
সাংবাদিকতা করে হয়েছো আগুয়ান জীবনের বাঁকে বাঁকে।
লিখলে শ্যামাসঙ্গীত, গজলগীত কাব্যসুধা তুমি বুলবুল।
অগ্নিবীণার ঝঙ্কারে তুফান ছুটালে ন-জোওয়ানের রক্তে,
বিদ্রোহী কবি; ভীরুতা ভুলে ঝাঁপ দিল সবে স্বাধীন করতে নিজ দেশমাতাকে।
গরীবের প্রেমে গাইলে গান জামাত হল অধিকার।
নিষিদ্ধ গন্থ তোমার ছুটলো মলাট পালটে ভারতে প্রান্তর থেকে প্রান্তরে।
বিদেশি ব্রিটিশ শাষক উঠলো কেঁপে অত্যাচারের লাল ইটে পেয়ে আঘাত।
কারাগারে নিক্ষেপ করলো তোমায়, আটকানো গেল না শিখা,
ছড়িয়ে ছিল যা তোমার গান, কবিতা, নাটকে ভর করে, সারা ভারত হলো উত্তাল।
কাব্যসুধা, বিদ্রোহী কবি বুলবুল আজও তোমায় সমান প্রয়োজন প্রেমহীন,মূল্যহীন,অর্থসর্ব্বস সমাজে।
তুমি এসো ফিরে নব রূপে নব কলেবরে।
আজ এই শুভ জন্মদিনে তোমাকে আহ্বানে জানায় আমি প্রণাম।