STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

অ-তুলনীয়

অ-তুলনীয়

1 min
285

Prompt-27


অ-তুলনীয়

মানিক চন্দ্র গোস্বামী


আমার দেশের লোকেরা কেন ওদের মতো নয়,

ওরা কেমন স্বল্পভাষী, হেথা উচ্চৈঃস্বরে কথা হয়।

আমরা সদাই রাগান্বিত, দোষ ধরি অন্যের,

ওরা কেমন হাস্যমুখী, বিনয়ী অন্তরের।

হিংসা দেশে পূর্ণ শরীর, আমরা স্বার্থপর,

অন্যের ভালো মানতে পারি না, মনেতে অন্ধকার।

ওদের রয়েছে উদার মনের নিখাদ মানসিকতা,

আমাদের আছে উদ্দীপনার উন্নাসিক প্রবণতা।

ধৈর্য্যের গুনে মতবিরোধেও শান্তি বজায় রাখে,

স্বভাবেতে বিনম্র ভাব, ভদ্রতা ধরা থাকে।

রাস্তা দিয়ে চলছে গাড়ি, ট্রাফিক নিয়ম মেনে,

হৃদয় বিহারী হর্ন বাজে না,আঘাত করে না কানে।

আমরা কোনো নিয়ম মানিনা, মানিনা বিধি নিষেধ,

শৃঙ্খলাবোধ শিকেয় তুলে, সৃষ্টি করেছি বিভেদ।

বড় ভয় হয় অসহিষ্ণুতা আর অধৈর্য্যের কুফলতায়,

পৃথিবীর লোকে অবজ্ঞা করিবে, ফিরাইবে মুখ ঘৃনায়।

যতদিন না মানুষ হবো মার্জিত ব্যবহারে,,

পিছিয়ে থাকবে মোদের রাষ্ট্র, প্রগতির দরবারে।



Rate this content
Log in

Similar bengali poem from Classics