শিক্ষক
শিক্ষক
শিক্ষক তুমি আমাদের শিক্ষাগুরু
আমরা ছাত্ররা গাইছি তোমার জয়গান,
আমাদের জীবনে যা কিছু প্রাপ্তি
সবই যে তোমার অবদান।
মা বাবার হাত ধরে আমরা
পেয়েছি এই ভুবনে ঠাই,
শিক্ষকের কাছে আমরা সবাই
জ্ঞানের আলো পাই ।
শিক্ষগুরু তোমার কাছে শিখেছি
সদা সৎ পথে চলো ,
তোমার কাছেই শিক্ষা পেলাম
সদা অন্যায়ের বিরুদ্ধে লড়ো ।
বাঁচতে হলে লড়তে হবে
তোমার কাছে শিখেছি,
লড়াই করে তাই জীবনযুদ্ধে
প্রতিষ্ঠার জয় ছিনিয়ে এনেছি।
