Click here to enter the darkness of a criminal mind. Use Coupon Code "GMSM100" & get Rs.100 OFF
Click here to enter the darkness of a criminal mind. Use Coupon Code "GMSM100" & get Rs.100 OFF

Mausumi Pramanik

Inspirational


4  

Mausumi Pramanik

Inspirational


ভারতরত্ন

ভারতরত্ন

1 min 1.5K 1 min 1.5K

মা বলেছিলেন,

“ঘর, সংসার, ছেলে মেয়ে মানুষ করাই মেয়েদের নিয়তি...”

বাবা বলেছিলেন, “জীবনের সব স্বপ্ন পূরণ হয় না...”

এক প্রকার জোর করেই বিয়ে হয়ে গিয়েছিল তার।

যেমনটা মধ্যবিত্ত সমাজের রীতিনীতি।


বিয়ের পরপরই তিন সন্তানের জননী।

তবুও সংসার, পুরুষশাসিত সমাজ

তাকে শৃঙ্খলিত করে রাখতে পারে নি।

সে ফিরে গিয়েছিল তার প্রিয় বক্সিং এরিনায়।

কঠোর অনুশীলন ও উইল পাওয়ারের দ্বারা

নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছিল

ঘরোয়া প্রতিযোগীতায়... ।

আয়নার মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল,

“আমি নিয়তির লিখন মানি না।

আমার ভাগ্য আমি নিজেই গড়বো...

বক্সিং আমার প্রথম ও শেষ ভালবাসা

বক্সিং ছাড়া কিছু জানি না।”


আর তাই আজ যখন তার বয়স চৌত্রিশ বছর প্রায়

অলিম্পিক, এশিয়াড, কমনওয়েলথ, বিশ্ব চ্যাম্পিয়ানশিপে

একের পর এক মেডেল জিতেই চলছে সে মেয়ে

একান্ত নিরলস প্রচেষ্টায়...।

সোনা, রূপো, ব্রোঞ্জ কি নেই তার ঝুলিতে

তবুও একটা জয়ের পর থেমে থাকতে না চায়।

পুনরায় স্বপ্ন দেখে চ্যাম্পিয়ান হবার। বলে,

“আও দেখে যারা কিসমে কিতনা হ্যায় দম...”

ট্রুলি সে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান্স...

সে আর কেউ নয়, ভারতরত্ন মেরী কম!



Rate this content
Log in

More bengali poem from Mausumi Pramanik

Similar bengali poem from Inspirational