শিক্ষাগুরু
শিক্ষাগুরু
শিক্ষক মোদের প্রাণের গুরু আদর্শের প্রতীক
তার প্রদর্শিত পথে হাঁটে ছাত্র-ছাত্রী পথিক।
শিক্ষক জ্বালান হৃদয়ে প্রদীপ প্রতিভা বিকাশে
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো অশিক্ষার আকাশে।
শিক্ষক হলেন আলোর পথের সৎ নির্ভীক যাত্রী
তাঁর অনুসরণে পথ চলে সকল ছাত্র-ছাত্রী।
মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু,
মায়ের পরে শিক্ষক হলেন জ্ঞানের শ্রেষ্ঠ গুরু।
একটা জাতির কাছে সম্পদ আদর্শবান শিক্ষক
একজন শিক্ষকই হন জাতির প্রতিভার রক্ষক।
যেসব শিক্ষক আদর্শতায় শিক্ষা দিতে রত
তাদের দেখলে হয় আমার শ্রদ্ধায় মাতা নত।
শিক্ষক সকল ব্যস্ত থাকেন জ্ঞান ছড়ানোর চাষে
শিক্ষকদের যোগ্য সম্মান করলে সাফল্য আসে।
শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র,শিক্ষার অতি সুজন,
শিক্ষকরাই করেন সকল উকিল ডাক্তার সৃজন।
