শিক্ষক
শিক্ষক
শিক্ষক
মানিক চন্দ্র গোস্বামী
আদর্শের প্রতীক তুমি শিক্ষক,
মহা জ্ঞানের গুরু,
শিক্ষার প্রদীপ হাতে পথ প্রদর্শক,
প্রতিভার প্রকাশ হলো শুরু।
মেধার বিকাশে অবদান বড়,
ছাত্রকে দাও প্রেরণা,
সাম্যের ভাবধারা দিয়ে গড়ো
সমন্বয়ের বাসনা।
গড়ে ওঠে জাতি, দেশের বিকাশে
উন্নয়নের দিশা,
সুশৃঙ্খলতার অন্তহীন আকাশে
বেড়ে ওঠে প্রত্যাশা।
শিক্ষা শুধু বই এর পাতায়
রয় নাকো সীমাবদ্ধ,
চরিত্র গঠনে, নৈতিকতায়,
শালীনতায় সমৃদ্ধ।
নতুন প্রজন্ম, নতুন আঙ্গিকে
নতুন উচ্চতায়,
শিক্ষা প্রসারে, জ্ঞানের নিরিখে
জগৎ আলোকময়।
আদর্শ শিক্ষক দূর করে দেয়
অজ্ঞানতার রাত্রি,
নত মস্তকে শ্রদ্ধা জানায়
জ্ঞানালোকে ভাসা যাত্রী।
