উপরি
উপরি
সকাল থেকে মনটা বেশ খুশী খুশী সবিতার। আসলে উপরি রোজগার হলে সকলেরই ভালো লাগে। এই যে নতুন বাড়ীটায় কাজে লেগেছে ও সেখানকার দাদাবাবু ভীষণ বেখেয়াল। টাকা ভর্তি মানিব্যাগ যেখানে সেখানে রেখে দেয়। ঘর ঝাড়ু-মোছা আর ডাসটিং এর কাজ । তাই সবিতার সর্বত্র গতি । পরশু পঞ্চাশ আর কাল একশ ঝেড়েছে সবিতা। দাদাবাবু টেরও পায়নি। আজ ভাবছে একটা দুশো বা পাঁচশোর নোট ঝাড়বে। একটা বৌদির মত কানের কিনবে।
ওদের বাড়ী ঢুকতেই বৌদি বলল," সবিতা আগে ডাসটিং করে আয়। "
মনটা আনন্দে নেচে উঠলো সবিতার। হাতে ডাসটিংএর কাপড়াটা নিয়ে ওদের শোবার ঘরে ঢুকল সবিতা। ড্রেসিং টেবিলএর ওপর রয়েছে মানিব্যাগটা। স্যাট করে একটা নোট বারকরে নিখুঁতভাবে সেটাকে নিজের ব্লাউসের মধ্যে চালান করে দেওয়ার পরই ওর চোখ গেল আয়নার দিকে, দাদা বৌদি দুজনে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।