STORYMIRROR

Abanti Pal

Abstract Inspirational

4  

Abanti Pal

Abstract Inspirational

শূন্যতা

শূন্যতা

1 min
364

মন্দাকিনী জ্যোৎস্না রাতের দিকে তাকিয়ে ভাবছিলেন, কত মোহময়ী ওই দূরের চাঁদ। জীবনের অন্তিম কোঠায় দাঁড়িয়ে মনে হলো, নির্বাক মহাকাশ সবথেকে প্রশান্তির জায়গা, ওনার একাকী জীবনের সঙ্গী। উচ্ছ্বল পৃথিবীতে নিজের বলতে কেউই নেই, যার সাথে অন্তরের বেদনা, আনন্দ ভাগ করা যায়। সবাই নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত। তবু দিন গুজরান বুকে অনন্ত শূন্যতা নিয়ে।


রকেটের পোর্টহোল দিয়ে মৃত্তিকা দেখলেন, ওই বহুদূরে নীল পৃথিবী। ক্রিটিক্যাল মিশনে উনি পাড়ি দিচ্ছেন এক ভিনগ্রহে। কতজনকে কত কথা বলা বাকি, কত কিছু দেখা বাকি পৃথিবীতে, আর কোনোদিন কি ফেরত যেতে পারবেন ওই হাস্যোজ্বল, আনন্দমুখর গ্রহে? ভালোবাসা বাকি রইলো, অপেক্ষমান গ্রহকে ছেড়ে এগিয়ে চললেন মহাকাশের অনন্ত শূন্যতায়।


Rate this content
Log in

Similar bengali story from Abstract