সহজ সত্য(প্রম্পট ৫)
সহজ সত্য(প্রম্পট ৫)


"রান্নার সমস্ত উপকরণের মধ্যে মশলার ব্যাবহার খুবই সাবধানে যত্ন নিয়ে করতে হয়" মেয়েকে রান্না শেখাতে গিয়ে সোমা চুপ করে গেলেন। 'মনে মনে ভাবলেন শুধু রান্নায় কোনো আমাদের জীবনে ও তো একই নিয়ম।কি হলো মা " মেয়ের কথায় হেসে বললেন "রান্নার মতো ব্যবহারেও মশলার প্রয়োগ সাবধানে বুঝে করবে । নুন র লঙ্কা গুঁড়ো একটু বুঝে দেবে নইতো সম্পর্কে তিক্ততা বাড়বে আর মিষ্টি হলুদ করবে মিষ্টি রঙ্গিন। "আর তোমার মত সুগৃহিনী হয়ে যাবো " মা মেয়ে দুজনেই হেসে উঠলো।