STORYMIRROR

Sheikh Ummey

Fantasy

3  

Sheikh Ummey

Fantasy

"স্বপ্নের শহর"

"স্বপ্নের শহর"

1 min
124


আলাইনার ছোটবেলা থেকে একটা অদ্ভুত স্বপ্ন দেখার অভ্যাস ছিল। প্রতিদিন রাতের অন্ধকারে সে একটা অপরিচিত শহরে পৌঁছে যেত। শহরটা ছিল একদম অন্যরকম—আকাশে চাঁদের বদলে তিনটি উজ্জ্বল নীল তারা জ্বলজ্বল করত। রাস্তাগুলো সাদা পাথরের তৈরি, আর প্রতিটা বাড়ি ছিল ভাসমান দ্বীপের মতো, বাতাসে ধীরে ধীরে নড়াচড়া করত।

প্রথমে স্বপ্নটা আলাইনার কাছে সাধারণ কিছু মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, শহরটা প্রতিবার নতুন কিছু দেখায়। একদিন সে এক বিশাল সোনালি দরজার সামনে এসে দাঁড়াল। দরজার ওপাশে কী আছে জানার জন্য তার মন কৌতূহলে ছটফট করছিল।

হঠাৎ, দরজাটা নিজে থেকেই খুলে গেল! ভিতরে দেখা গেল এক জাদুকরী বাগান। গাছের পাতা স্ফটিকের মতো চকচক করছিল, আর পানির ঝরনা থেকে উঠছিল রংধনুর আলো। বাগানের মাঝে দাঁড়িয়ে ছিল এক রহস্যময় ছায়ামূর্তি, যার চোখ দুটি ছিল নীল তারার মতো উজ্জ্বল।

“তুমি বারবার এখানে আসছ, কারণ এই শহর তোমার জন্যই তৈরি হয়েছে,” সেই ছায়ামূর্তি বলল।

আলাইনা বিস্ময়ে তাকিয়ে রইল। এটা কি সত্যি, নাকি শুধুই তার কল্পনা? কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙার পরও, তার হাতের তালুতে ছোট্ট একটা স্ফটিকের টুকরো ছিল—একদম সেই স্বপ্নের বাগানের পাতার মতো!


Rate this content
Log in

Similar bengali story from Fantasy