STORYMIRROR

Sheikh Ummey

Others

4.2  

Sheikh Ummey

Others

"আলোর খোঁজে"

"আলোর খোঁজে"

1 min
242



একবার এক ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে, তার নাম ছিল নায়া। নায়া ছিল খুবই কৌতূহলী, সবসময় নতুন কিছু জানার জন্য মুখিয়ে থাকত। তবে একটাই সমস্যা ছিল—সে খুব সহজেই হার মানত।

একদিন নায়া শুনল গ্রামের পাশের গহীন জঙ্গলে নাকি লুকিয়ে আছে এক রহস্যময় আলোর পাথর, যা যার কাছে থাকবে, তার জীবন আলোয় ভরে যাবে। নায়া ঠিক করল, সে সেই পাথর খুঁজে বের করবে।

সকালবেলায় ছোট্ট একটি ব্যাগে কিছু খাবার আর পানি নিয়ে রওনা দিল নায়া। পথটা সহজ ছিল না। কাঁটাঝোপ, পিচ্ছিল পাথর, আর অন্ধকার গাছপালার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে ক্লান

্ত হয়ে পড়ল। কখনও তার মনে হল, ফিরে যায়, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল—"যদি এখনই ফিরে যাই, তবে কি কখনও জানব আসলেই আমি পারতাম কি না?"

এই ভাবনায় সাহস পেয়ে আবার হাঁটতে শুরু করল। অনেক চেষ্টার পর, শেষমেশ নায়া পৌঁছাল এক সুন্দর ঝর্ণার কাছে। সেখানেই ছিল সেই রহস্যময় পাথর। তবে পাথরটিতে কোনো জাদু ছিল না। আসলে পাথরটি সাধারণই ছিল।

নায়া হতাশ হল না। কারণ তখন সে বুঝল—আসল আলো তো সেই সাহস, ধৈর্য, আর চেষ্টা, যা তাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে। সে হাসিমুখে বাড়ি ফিরল, কারণ সে জিতেছিল—নিজের ভয় আর ক্লান্তির উপর।



Rate this content
Log in