একলা
একলা
একলা
নীরব রাত, একলা চাঁদ,
স্বপ্নগুলো সবই ফাঁদ।
চারপাশ জুড়ে শূন্যতা,
কেউ নেই পাশে, নেই কথা।
হাসির আড়ালে লুকাই ব্যথা,
বুকের মাঝে জমে থাকা ব্যথা।
আলো এসে ছুঁয়েও যায় না,
একা পথিক ফিরে চায় না।
তবু একদিন আসবে ভোর,
ভেঙে যাবে এই নীরব ঘোর।
একলা আমি, তবু জানি,
আলো জ্বলবে, হবে বাণী।
