প্রথম প্রেমের চিঠি
প্রথম প্রেমের চিঠি


প্রথম প্রেম,
তোমাকে এছাড়া অন্য কোন নামে সম্বোধন করার আজ আর কোন উপায় নেই আমার। আজ আমার স্বামী, সন্তান নিয়ে সাজানো সংসার তবুও জীবনে যেন কিসের অপরিপূর্ণতা। সব আছে তবু যেন কিছু না পাওয়ার দুঃখ আজও ঘিরে আছে আমায়। আমার জীবনে একটা ঝড়ের মত এসে আমাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলে তোমার সাথে। ভালবাসার প্রথম অনুভূতি তোমার থেকে পাওয়া, আর প্রথম ঠোঁটের ছোঁঁয়াও।
তোমাকে ভালবাসতাম বলেই তোমার খারাপ অভ্যাসগুলো ছাড়তে বলেছিলাম। সেগুলির পরির্বতে তুমি আমাকে ছেড়ে দিলে, অস্বীকার করলে আমাদের সর্ম্পক। তুমি থাকলে হয়ত জীবনটা অন্যরকম হতো, তবে ভালো না মন্দ জানিনা।
আগে সবাই বলত প্রথম প্রেম কে কেউ ভুলতে পারেনা, কিন্তু আমি বিশ্বাস করতাম না। তবে আজ বিশ্বাস করি কারণ এতগুলো বছর পরেও যে আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই।
ইতি
শুধু তোমার ......