ফুটেজ
ফুটেজ


অনেকদিন বাদে পেটপুরে খেয়ে রাস্তার ধারের কলে হাতমুখ ধুতে আসছিল পথশিশু বাপটু। কলের পাশেই বেশ খানিক্ষণ থেকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা একটা লোক লক্ষ্য করছিল ওদের। এখন বাপটু কাছে আসতেই লোকটা ব্যঙ্গ করে ওকে বলল,
“তোরাও অবাক করিস বাপু,! ফুটেজ খাওয়ার জন্য ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে যে তোদের খাওয়াচ্ছে,তাকে আবার এতো মাথায় তোলা! এমন ধন্য ধন্য করছিস সব, যেন মনে হচ্ছে মেয়েটা ভগবানেরও উর্দ্ধে…!”
লোকটার কথা শেষ হওয়ার আগেই ছোট্ট বাপটু অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলে উঠলো,
“ফুটেজ তো তাহলে খুব দারুণ জিনিস গো!”
(সমাপ্ত)