নববর্ষের শুভেচ্ছায়
নববর্ষের শুভেচ্ছায়
প্রিয় ডায়েরি,
অন্যান্য বছরের তুলনায় এ বছরের বাংলা নববর্ষ অনেকটাই আলাদা। ঘরবন্দী জীবনে নববর্ষের উদযাপন এই প্রথম। প্রত্যেকবছর সকালে নতুন জামাকাপড় পরে মন্দিরে যাওয়া , দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া, বিকালে এক বান্ধবীর দোকানে হালখাতায় যোগদান করা এবং সন্ধ্যেবেলা বর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা। এইভাবেই পালন করি পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ। স্বাগত জানাই নিজেদের মতো করে নতুন বছরকে। এবছর সবকিছুই ব্যতিক্রম। ভেবেছিলাম বছরের শুরুতে করোনার করাল গ্রাস থেকে মুক্তি পাবো আমরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে আশা নিরাশায় রূপান্তরিত হয়েছে। আরও কিছুদিন সময় লাগবে পরিস্থিতি থেকে মুক্তি পেতে। ততদিন ঘরবন্দী জীবনেই আমাদের অতিবাহিত করতে হবে। হয়তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হয়ে যাবো একদিন। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সময়টা একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে। হয়তো ভবিষ্যত প্রজন্ম এই ঘটনা থেকে অনেক শিক্ষা পেয়ে যাবে। যা তাদের চলার পথকে সুগম করতে পারে ভবিষ্যতে। আমাদের আগামী বর্তমান ঘটনায় একটা শিক্ষামূলক দৃষ্টান্তের সম্মুখীন হবে। নববর্ষের এই দিন সবার ভবিষ্যত জীবনে নিয়ে আসুক শুভর আগমন, এই কামনা করি।