না বলা সত্যি
না বলা সত্যি


‘তুই এত সহজে আমাদের এতদিনের সম্পর্কটা ভেঙে দিতে পারলি রাই?’ কথাগুলো বলতে বলতে অঙ্কুশ কাঁদতে লাগল। রাই ভাবতেই পারলনা যে ছেলেটা ছোট ছোট ব্যাপারে তার সাথে ঝগড়া করে সে আজকে একটা শিশুর মত কাঁদছে!
রাই বলল ‘তোর কি আছে বলতো যে আমার মত একটা মেয়ে সারাটাজীবন তোর সাথে কাটাবে?’
‘আমি তোর জন্য সব করব রাই, তুই আর পাঁচটা মেয়ের মত বিশ্বাসঘাতক আমি মানতে পারছি না। আমি যে কিছুতেই তোকে ভুলতে পারব না’, বলল অঙ্কুশ।
রাই মনে মনে বলল ‘আমি জানি রে কিন্তু কালকেই যে জানলাম আমার ব্ল্যাড ক্যান্সার লাস্ট স্টেজ।’