মুখোশ(প্রম্পট১)
মুখোশ(প্রম্পট১)


আজ সবাই মুখ ঢেকে আছে। কেউ পাতলা কাপড় দিয়ে কেউ বা মোটা কাপড়ে অথবা দামি মাস্কে। কিন্তু সবারই মুখ ঢাকা। অথচ চারিদিকে নেই কোনো দূষণ । এত বিশুদ্ধ বাতাস কিন্তু আমরা প্রাণ ভরে শ্বাস নিতে পারছি না । আজ অজানা আতঙ্কে সমগ্র পৃথিবী তার মুখ ঢেকে নিয়েছে। পরিচিত লোক পাশ দিয়ে চলে গেলে বুঝতে পারছি না । সবার মুখ ঢাকা । বুঝতে পারছি না কে হাসছে, কে কাঁদছে আর কার মুখে আছে বিরক্তি ।