AYAN DEY

Abstract Others

2  

AYAN DEY

Abstract Others

মনখারাপের দিন

মনখারাপের দিন

1 min
442


প্রিয় ডায়েরি ,

৮ই এপ্রিল :

মনটা না , ভালো লাগছে না । সবই করছি রুটিন মেনে । কাজে বসছি সাতটার মধ্যে । একটু বেশী কাজ হলে এগোচ্ছি ৪.৩০টে বা ৫টা অবধি । খাচ্ছি দাচ্ছি , কাজের পর ঘুমও দিচ্ছি । কিন্তু ভালো লাগছে না কিছুই । কিছুতেই মন লাগছে না ।

সামান্য সিজন চেঞ্জের সর্দিতেও ভয় করছে । কী হলো পৃথিবীর ? কবে সেরে উঠবে ? আর সইতে পারছি না এ ঘেরাটোপ ।

আজ আমেরিকাবাসী আমার এক বন্ধুর সাথে কথা হলো । জানলাম ওখানকার ভয়াল পরিস্থিতির কথা । প্রতিদিন সকালে নতুন নতুন কেস আসছে হাজারে হাজারে । সাবধানবাণী ছাড়া কিছু তো দেওয়ারও নেই ।

কদিন আগে ডাউনলোডেড জুম অ্যাপও যে চাইনিজরা স্পাই করছে সে জানতাম না , ওর থেকে শুনে ও খবরের লিঙ্ক দেখে তক্ষণি সরালাম । গত সপ্তাহেই শেয়ারইটও যে চাইনিজ সেটা জেনে সঙ্গে সঙ্গে সরিয়েছিলাম । সবকিছু ঠিক হওয়ার পর স্থায়ী টেকসই দেশী জিনিসকে আপনার ঘরে নিন বেশী করে । দেশের অর্থনীতি তবেই চাঙ্গা হবে ।

রাতে হেমলক সোসাইটি চলচ্চিত্রের একটি গান জলফ​ড়িং গেয়ে ফেললাম । রেকর্ড করলাম নোজোটোতে । কিছুটা ভালো লাগা ফিরে এলো ।

লকডাউনের আর ৬ দিন বাকি কিন্তু সত্যই কি ৬ নাকি... দেখি কী হয় ।


Rate this content
Log in

Similar bengali story from Abstract