মন্দ ভালোর দ্বন্দ্ব (প্রম্পট৬)
মন্দ ভালোর দ্বন্দ্ব (প্রম্পট৬)


কারখানার কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যেতো গোটা এলাকা। দমবন্ধ হয়ে আসত সবার । শ্বাস নিতে কষ্ট হত। এভাবেই প্রতিদিন সকাল থেকে রাত আসতো আবার হতো সকাল। সভ্যতার ছোয়া না পাওয়া বস্তিটা একদিন ঘুম থেকে উঠে সকালে দেখলো একটি উজ্জ্বল দিন ,নীল আকাশ। তারপর ধীরে ধীরে আকাশে সাদা মেঘের ভেলায় পাখির উড়ে চলা । ওরা জানে না আবার আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়ায় । সংকটের অবসানের আশায় যে গোটা সভ্য সমাজ !!!!