মেঘপিওনের দেশে
মেঘপিওনের দেশে


অনুক্তা বাবাকে বলল, "আর কতদিন মা হারা থাকব?" মণিমাসি বলল, "মা মেঘপিওনের দেশে বিদ্যুতের সাথে...!"
আচমকা বিদ্যুতের প্রসঙ্গে বাবার মুখে বিষণ্ণতার ছায়া।
মুহূর্তে সামলে, "তোর মা এখন মেঘপিওনের ডাকবাক্সে লুকোচুরি খেলছে।"
- 'তাহলে আজই চিঠি লিখছি, ডাকবাক্সে ফেলে দিও।'
রোজই সামনের অকেজো ডাকবাক্সে মেয়ের চিঠি সজল নয়নে।
আজ ডাকবিভাগ থেকে ডাকবাক্সটিকে নিতে এসেছে।
মেয়ে চেঁচিয়ে উঠলো, "মা তাহলে ফিরবে কী ক'রে?" বাবা মেয়েকে জড়িয়ে অঝোরে কাঁদছে, কী ক'রে বলবে বিদ্যুতের সাথে মেঘপিওনের দেশের কোনো যোগাযোগ নেই!