AYAN DEY

Abstract Others

2  

AYAN DEY

Abstract Others

লাঠি

লাঠি

1 min
802


প্রিয় ডায়েরি , ৩রা এপ্রিল : ভিক্টর ব্যানার্জীর লাঠিটা বড়ো দরকার । কড়া হাতে সবকিছু সামলানো আবার কারোর চলার অবলম্বন করার জন্য লাঠিটা খুবই দরকার এই মেঘলা মনকেমন পরিস্থিতিতে । গোটাদিন কাজ শেষে লাঠির মতো চলচ্চিত্রের শেষাংশ দেখে কার না ভালো লাগে ? অসাধারণ ছবি । অনেক কিছু শেখায় । এই সম​য় মনের বল বাড়াতে খুব দরকার ওই একটা লাঠি ।


কাজটা আজকে বড়ো অনিয়মিত হলো । সে যাক তারপর ওই সিনেমার অংশবিশেষ দেখে একটু জিরোলাম । চা পান ও বিস্কুট খাওয়া শেষে ছমছমিয়া বলে একটি গল্প লিখলাম । অণুগল্প । গল্পটা বেরিয়েছে বা বেরোবো এই স্টোরিমিররেই


। আজ খবরের চ্যানেল খবর শুনতে ন​য় শুধু প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে ৯টা নাগাদ দেখেছিলাম । একটু মনক্ষুণ্ণ হলাম । সৎ উদ্দেশ্য নিয়ে বললেও এই সম​য় দাঁড়িয়ে ওনার থেকে মোমবাতি , টর্চ জ্বালানোর কথার থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু আশা করেছিলাম । সে ওই বিতর্কে যাচ্ছি না । আপনারা দয়া করে আলো জ্বালাতে ফুলঝুরি , চরকা এসব জ্বালাবেন না । এখন এটাই দেখার লকডাউন ১৪ এ শেষ । কিন্তু মৃত্যুমিছিল চলেইছে । তো এর পরে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে , সেটাই দেখার ।


Rate this content
Log in

Similar bengali story from Abstract