কুমির পূজা
কুমির পূজা
কর্মসুত্রে কিছু দিন গোয়াতে ছিলাম। এই সমুদ্র সৈকত রাজ্যে এই গোয়াকে খ্রীষ্ট ধর্মের লোকজনের বাসভুমি হিসেবে জানলে ও এখানে হিন্দু সম্প্রদায়ের বসবাস আছে। এখানে লোকসংস্কৃতি সাথে বাংলার সংস্কৃতি একটা মিল আছে। গোয়ার লোক সংস্কৃতি মানজেম থাপনি ,এই শব্দের অর্থ হল যদি বুৎপত্তি করা হয় তাহলে দেখা যাবে মানজেমের অর্থ কুমির এবং থাপনি শব্দের অর্থ হল মাটির তাল থেকে তৈরি । মাটি দিয়ে এখানে তৈরি করা হয় কুমীর এবং সেই টিকে পূজা করা হয়।এই পুজো করা হয় পৌষ মাসে, তাঁদের গ্রামকে রক্ষা করার জন্য , ভালো ফসল আর।মাছ উৎপাদনের জন্য।
এবার আসি সুন্দর বনের কথা, কালু রায় কুমীর দেবতা। চড়ক পূজা তে ঠিক এইভাবে মাটির কুমির পূজা হয়। তবে উত্তর ২৪ পরগনা আর নদীয়া জেলাতে কুমির পূজা হয় বাস্তু পূজা হিসেবে। তবে লোক সংস্কৃতি উৎসব বলা চলে একে। গান গেয়ে ভিক্ষা করে পূজা সামগ্রী সংগ্রহ করে পূজা করা হয়। যদিও এই লোক সংস্কৃতি উৎসব টি হারিয়ে যাওয়া মুখে।
