কৃষকের মৃত্যু
কৃষকের মৃত্যু
বুড়ি রে তুর বাপটকে কত বার কইলাম যাস না , এই বৃষ্টি মাথা করে ফসল কাটতে যাস না , আমার একটা কুথা শুনলো না রে তুর বাপ । মরলো রে মরলো , বাজ টো ওর মাথাতেই পড়লো । ওরে বুড়ি এবার মায়ে ঝিয়ে কুন খানকে যাবো রে বিটি ? এই টুকু বলে মূর্ছা গেল জনমজুর হারু র বউটা । আজ সকালে ফসল কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে হারুর ।
মাঠে গিয়ে দেখি বুকে জড়িয়ে আছে ধানের গোছা , মুখে ফসল কাটার তৃপ্তি র হাসি চোখ দুটো খোলা কাদায় মাখা শরীরে হারু পরে আছে মাঠে , মৃত । এভাবেই চলতে থাকে কৃষকের জীবন , এ ভাবেই হঠাৎ হয় কৃষকের মৃত্যু ।
