STORYMIRROR

Rima Goswami

Tragedy

3  

Rima Goswami

Tragedy

খুশি একটি আপেক্ষিক বিষয়

খুশি একটি আপেক্ষিক বিষয়

2 mins
142

এই পৃথিবীর বুকে ধনী,গরিব,সুখী,অসুখী ,বিভিন্ন ধাঁচের মানুষের বসবাস। আর বর্তমানে সুখী ও খুশি থাকা মানুষ খুঁজে পাওয়া সোনার পাথর বাটির মতো। সকলেই সুখী আর খুশি হতে পারে না এটা যেমন সত্য তেমনি এটাও সত্য সুখী হতে আর খুশি থাকতে পয়সা ও লাগে না। নিজের ইচ্ছা থাকলে অবশ্যই সুখী তথা খুশি হওয়া সম্ভব। নিজের যতটুকু আছে তাতে সন্তুষ্ট থাকলে, আনন্দ খুঁজে পেলে খুশি থাকা কঠিন কিছু না। সুখ একটা আপেক্ষিক ব্যাপার। সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখ সবাই পায় না।আর কেউ পেলেও সুখে থাকতে চায় না। তবু চাইলেই খুশি থাকা যায় , অবশ্যই যে অল্পে খুশি হতে চায় । আর যে আরো আরাম-আয়েশ খোজে এবং বোকার মতো সব হারায়। আমাদের কচুপাতার উপর জমে থাকা শিশিরের বিন্দুও খুশির অনুভূতি এনে দিতে পারে আবার এক বাক্স টাকাও সেই অনুভূতি অনেক সময় দিতে পারে না । দুনিয়ায় কেউ এমন নেই যে খুশি থাকতে চায় না। সবাই চায় যে সে খুশি থাকুক কিন্তু পরিবেশ পরিস্থিতি নানা জটিলতার মাঝে পড়ে মানুষ অনেক সময় হাসতে ভুলে যায় । মানুষ সুখের জন্য তাদের কাঙ্ক্ষিত বিষয়গুলি পেতে চায়। সারাদিন ছুটতে থাকে সেগুলো পাওয়ার জন্য। কিন্তু দিন শেষে তারা তাদের অন্তরে গ্লানি,শূন্যতা আর হতাশা খুঁজে পায়। কারন তারা খুশি আর সুখ পাওয়ার জন্য ভুল জায়গায় সন্ধান করছে। বাইরের বস্তু সর্বদা ক্ষণস্থায়ী। আজ আছে কাল নেই। সেই বস্তুগুলির সাথে যদি আমরা আমাদের খুশি বা সুখী থাকাকে সংযুক্ত করি তাহলে সেই খুশিও বেশিদিন থাকবে না।

তা না হলে শেষ জীবনে এটাই মনে হবে ....

এমন মানব-জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা । অর্থ মানব জীনব অত্যন্ত সম্ভাবনাময়। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন অল্পে খুশি থাকার চেষ্টা , সুখের জন্য স্বার্থপর হয়ে গেলে এ উর্বর মানব জমিন পতিত ই থেকে যাবে ।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy