STORYMIRROR

গল্প প্রেমী মনীষা

Abstract Romance Others

3  

গল্প প্রেমী মনীষা

Abstract Romance Others

কালবৈশাখীর ঝড়

কালবৈশাখীর ঝড়

2 mins
55

বাইরে কাল বৈশাখীর ঝড় উঠেছে সাথে পাল্লা দিয়ে মেঘের আওয়াজ আর বজ্র বিদ্যুৎ ওই বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত । শঙ্খ সেন গুপ্ত নামকরা উকিল ডিভোর্স স্পেশালিস্ট । এই অল্প সময়ে অনেক নাম করেছে। হাজারো দম্পতি তাদের ডিভোর্সের জন্য তার কাছে আপিল করতে আসেন। আজকাল ডিভোর্স যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। বিয়ের সম্পর্ক বড় ঠুনকো যেন । 


আজ ওর ছুটি তাই বিকেলে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ তাকিয়ে দেখে তার স্ত্রী তমালিকা তার সামনে এসে বলল 


"""" আমি ডিভোর্সের জন্য আপিল করতে চাই তুমি যেহেতু ডিভোর্স স্পেশালিস্ট তাই আশা করছি বাইরের উকিল ধরতে হবে না । যত তাড়াতাড়ি পারো মিউচ্যুয়াল ডিভোর্সের ব্যবস্থা কর। আমি আর তোমার সাথে থাকতে পারছি না । """" 



"""তমা তুমি এই সব কি বলছ বলতো ডিভোর্স কেন নিতে চাও। কি হয়েছে তোমার আজকাল বড্ড উদাসীন মনে হয় আমার । কাজের এতো প্রেসার যে তোমার দিকে খেয়াল রাখতে পারি না । তাই বলে ডিভোর্সের মত এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে। '""



""" বাইরে ঝড় উঠেছে দেখেছ আমার মনেও যে ঝড় উঠেছে শঙ্খ তোমাকে হারানোর ভয়। আমার বড্ড একা লাগে যখন দেখি তুমি বেডরুমে অফিসের কাজ নিয়ে ব্যস্ত। একটু আধটু সময় কি আমায় দেওয়া যায় না শঙ্খ। কতদিন আমরা চা খেতে খেতে গল্প করিনি । কতদিন গঙ্গার ধারে ঘুরতে যায় নি। এমনকি আমাদের দাম্পত্য জীবনে কত দিন হলো তুমি আমায় আদর করনি। আমি বুঝতে পারছি তুমি আমার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছ। এতো কম্প্রোমাইজ করে তো আর জীবন চলে না। "'" বলে ডুকরে কেঁদে ওঠে তমা। 



সত্যি তো ওদের মাত্র দুই বছর হলো বিয়ে হয়েছে এরমধ্যে দাম্পত্য জীবনে ভাটা পড়তে শুরু করেছে। বড্ড ভুল হয়ে গেছে কাজের প্রেসার নিতে নিতেনিজের প্রিয়তমা কে সময় দিতে ভুলে গেছে শঙ্খ। 



আর দেরি না করে তমা কে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল সরি গো এরপর অফিসের কাজ অফিসে করার চেষ্টা করব । আর তার বাইরে পুরো সময় আমার পাগলি টা এর জন্য। 



তমা মুখ গুঁজে বলে আমি তো মজা করলাম কে দিচ্ছে তোমায় ডিভোর্স। আমি তো সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই । 



ঝড় বৃষ্টি থেমে গেছে ওরা প্রায় অনেকদিন পর এতটা সময় নিজেদের জড়িয়ে ছিল । 



""" যাও তমা তৈরি হয়ে নাও গঙ্গার ধারে ঘুরতে যাব দুজনে। ""'"


""" যথা আজ্ঞা মশাই ! """ তমার হাসির শব্দে পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। 




Rate this content
Log in

Similar bengali story from Abstract