STORYMIRROR

গল্প প্রেমী মনীষা

Romance Fantasy Inspirational

3  

গল্প প্রেমী মনীষা

Romance Fantasy Inspirational

গোধূলি বেলায়

গোধূলি বেলায়

2 mins
86

... '' এই হিয়া দাড়া বলছি এইভাবে তুই চলে যেতে পারিস না । তুই না বলেছিলি আমায় এক্সাম এ হেল্প করবি। কিন্তু তুই তোর কথার খেলাপ করলি এইভাবে আমাকে বিপদে ফেলে চলে এলি।" ------ বলল রঙ্গন।।।


""" যখন যেই কাজ করার সময় তুই সেই কাজ না করে প্রেম করে বেড়িয়েছিস। তোর গার্লফ্রেন্ড কে বলনা ও তোকে হেল্প করবে। সামনে এক্সাম জেনেও তুই ওর সাথে সারাদিন চিপকে ছিলি। এখন যখন ও তোর চেয়েও স্মার্ট আর বড়োলোকের ছেলে পেয়ে তোকে পাত্তা দিচ্ছে না তখন তোর এক্সাম এর কথা মনে পড়ছে। সরি রে আমি তোকে কথা দিয়েছিলাম যে তোকে হেল্প করব কিন্তু এতে তুই হয়তো পাস করবি কিন্তু উন্নতি করতে পারবি না। এটা তো জাস্ট একটা ক্লাস টেস্ট সামনে মেইন এক্সাম তার আগে প্রিপারেশন নিয়ে সবাইকে তাক লাগিয়ে দে রেজাল্ট করে """" ----- বলল হিয়া



হিয়া আর রঙ্গন বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সেই ইলেভেন থেকে দুজনের বন্ধুত্ব। হিয়া মনে মনে রঙ্গন কে ভালোবাসে তাই সবসময় ওর সাহায্য করে। ও রঙ্গন কে জানায়নি যদি রঙ্গন ওকে ভুল বুঝে বন্ধুত্ব নষ্ট করে দেয়। 



হিয়া বরাবর পড়াশোনায় মেধাবী আর রঙ্গন সাধারণ মানের একটু চঞ্চল। কলেজে উঠতে সোনিয়া নামের গার্ল ফ্রেন্ড ছিল কিন্তু কিছুদিন আগেই ব্রেক আপ হয়ে যায়। যেহেতু ওর এক্সামের প্রিপারেশন হয়নি তাই হিয়া কে বলেছিল ওকে সাহায্য করতে। কিন্তু হিয়া এইভাবে ওকে বিপদে ফেলবে। রঙ্গন সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে শুধু পড়াশোনায় মনোযোগ দেবে আর হিয়া কে দেখিয়ে দেবে ও পারে। 



সেমিস্টার শুরু হতে আর একমাস তাই রঙ্গন এখন থেকে হিয়া কে এভয়েড করে চলেছে। হিয়া অনেক বার কথা বলতে চাইলেও ও মুখ ঘুরিয়ে ফিরিয়ে নেয়। 



আসলে হিয়া ওকে ভালোবাসে তাই অন্য মেয়ের সাথে সহ্য করতে পারে না তাই রেগে গিয়ে ওকে সাহায্য করে নি কিন্তু তাই বলে এভয়েড করে চলেছে তাকে রঙ্গন। এখন কি তাদের বন্ধুত্বের ও ব্রেক আপ হয়ে গেল। 



আজ সেমিস্টার রেজাল্ট সত্যি রঙ্গন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সবাই চমকে যায় একমাত্র হিয়া বাদে। হিয়া ওর সামনে এসে বলল 


''' বলেছিলাম তো পরিশ্রম করলে সাফল্য আসবেই। আমি খুব খুশি তোর সাফল্যে । এখনও কি আমার উপর রেগে থাকবি। ""



"'" তুই আমাকে ভালবাসিস এটা মুখে বলতে কি হয় । তাই রেগে গিয়ে হলেও আমার জীবন এর মূল্য বুঝতে আমাকে সাহায্য করলি। আর তোর সাথে আমার আর কোন রাগ নেই । সরি এতো গুলো দিন তোর সাথে কথা না বলার জন্য। """


ওর সামনে হাঁটু গেড়ে বসে রঙ্গন বলল ----


""' আই লাভ ইউ! এই গোধূলি বেলায় সাক্ষী হিসেবে বলছি তুই ছিলি বলেই আজ আমি এতটা সাফল্য অর্জন করলাম। বাকি জীবনটা ও যাতে উন্নতি করতে পারি তার জন্য তোকে আমার পাশে থাকতেই হবে।""""



হিয়া কিছু বলতে পারলো না গোধূলির আলোয় ওর লজ্জা রাঙ্গা মুখটা খুশিতে চিকচিক করে উঠলো।



#সমাপ্ত ।।।।।।



Rate this content
Log in

Similar bengali story from Romance