STORYMIRROR

গল্প প্রেমী মনীষা

Inspirational

3  

গল্প প্রেমী মনীষা

Inspirational

সাফল্য

সাফল্য

2 mins
22

নারী তুমি যতোই বল না কেন এই পৃথিবীতে তোমার সবকিছুতেই সমান অধিকার তুমি ভুল প্রতিনিয়ত এই পুরুষ তান্ত্রিক সমাজ তোমাদের পায়ে পিষ্ট করে চলেছে -----------

আমি রুদ্রবীনা মজুমদার । একজন হার না মানা নারী আজ আমার উপন্যাস নারী তুমি মহান মুক্তি পাবে। বই আকারে প্রকাশিত হতে চলেছে বই মেলার দশ নম্বর স্টলে।  আসলে জন্মের পর নামটি আমার বাবা রেখেছিলেন । সাহিত্য আমার বরাবরই প্রিয় তাইতো সাহিত্যে ডক্টরেট করার পর কলেজে জইন করি । লেখালেখির শুরু সেই স্কুল লাইফ এ ম্যাগাজিনে প্রকাশিত লেখা থেকে। সেই নিয়ে বহু প্রাইজ পেয়েছি। কলেজ লাইফ থেকে বিভিন্ন লেখালেখির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। 

কিন্তু চলার পথে জীবন টা সোজা বা সুখের হয়না ইউনিভার্সিটি তে পড়া কালীন আমায় উত্যক্ত করা প্রেমিক নামক পুরুষ টি যখন আমার মুখে অ্যাসিড বর্ষণ করেছিল তবে থেকে আমার পুরুষ জাতির ওপর ঘেন্না । এসিড আক্রান্ত হওয়া মহিলা বা পুরুষ সোশ্যাল মিডিয়া তে জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনে ঘটে তার উল্টো । এখনও সমাজের অনেকে আমাদের দেখলে মুখে তাদের অন্য রকম অভিব্যাক্তি প্রকাশ পায় চারিদিকে চলে চাপা গুঞ্জন ।

দেখলেন তো অনেক বকবক করে ফেললাম আমার স্বামী মানে আমাকে যে অনুপ্রেরণা দিয়ে বাঁচতে শিখিয়েছে সেই মানুষটি আমার জন্য অপেক্ষা করছে বাইরে বইমেলা নিয়ে যাবে বলে। তার জন্যই তো আবার ঘুরে দাঁড়িয়ে জীবনে সাফল্য পেয়েছি এখন আমি সোশ্যাল মিডিয়া ছাড়াও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা তে লেখালেখি করি এটি আমার প্রথম বই আমায় সবাই অনুপ্রেরণা দেবেন যাতে আমি আরো সফল হতে পারি সাফল্য আসে আমার জীবনে।।।।।

        ----------------     সমাপ্ত।  ---------------


Rate this content
Log in

Similar bengali story from Inspirational