জাদুকর সুবোধ পাইন
জাদুকর সুবোধ পাইন


জাদুকর সুবোধ পাইন পরলোকগত যে কোনো লোকের গলার স্বর নিজের গলায় আনতে পারেন । একটি অদ্ভুত মিশ্রণ প্রয়োজনমতো গলায় ঢালেন আর চাহিদা মতন স্বর বের করেন । ডিসেম্বর মাস । শিশির , অমিয় আর পরিতোষ ঠিক করলো বিড়লা সভাঘরে তাঁর অনুষ্ঠানে যাবে । পরিতোষ সর্বদা ওনাকে নিয়ে ইয়ার্কি করে ... এতে বাকি দুজন মনক্ষুণ্ণ হয় কিন্তু কিছু বলে না । শো শুরুর আগে ঠিক মিনিট দুই বাকি , পরিতোষ হাঁপিয়ে স্টেজের পাশের এন্ট্রি দিয়ে ঢুকলো । এদিকে শো শুরু । সবশেষে সেই বিখ্যাত জাদু । তরলটি লোকচক্ষুর আড়ালে মুখে নিয়ে কথা বলতেই অমিয় তড়াক করে দাঁড়ালো । " পরিতোষ , তো...তোর গলা ... পরিতোষ ... " পরিতোষ চোখ বড় করে গলাটা চেপে ধরলো , স্বর বন্ধ । শিশির কোত্থেকে একটা জলের বোতল এনে ওকে খাওয়াতে লাগলো । ততক্ষণে পাগলের মতো পরিস্থিতি , হলভর্তি লোক পরিতোষের পাগলামি দেখে কিছুটা আন্দাজ করলো । শেষে সুবোধবাবু নিজে তাঁর শো থামিয়ে বীকারের তরলের অবশেষ নিয়ে নেমে এলেন । " এটা খেয়ে নাও। " তা করতেই সব ঠিক হলো । " ভেরি ভেরি সরি স্যার । আমার লেবুর জলটাই ওতে ... " " জানি। যার স্যালাইভা থাকবে তার আওয়াজই আসবে । মৃত মানুষদের ব্যবহারের বস্তু থেকে ওঁদের লালা সংগ্রহ করি । " " ক্ষমা করে দেবেন । " " হ্যাঁ করলাম কিন্তু অজানা বিষয় নিয়ে খেলো না , তাতে হিতের বিপরীত হবে । চলি । "