Priyanka Bhuiya

Tragedy

5.0  

Priyanka Bhuiya

Tragedy

গঙ্গাসাগর - ৩

গঙ্গাসাগর - ৩

1 min
735


অশান্তি চরমে ওঠায় অনিকেতকে ডেকে সুনন্দা বলো, "প্লিজ, আমি আর পারছি না, তোমার বাবার একটা ব্যবস্থা করো। ওনার সবেতেই এত অসুবিধা যখন, তখন ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। আর উনি এমনিতেও অসুস্থ। তান্ত্রিক বাবা বলছিলেন যে অসুস্থ লোকের সংস্পর্শে অঙ্কুশ যতদিন থাকবে, ততদিন ও এরকম ভাবেই ভুগবে। আর বুড়ো তো নাতিকে কাছছাড়াই করে না! তাই নিজের ছেলের ভালোর জন্য এই অসুস্থ লোকটাকে বাড়ি থেকে তাড়াও।"

- সত্যিই, আমিও অতিষ্ঠ হয়ে গেছি গো! বাবা কিন্তু আগে এরকম ছিলেন না। বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিভ্রষ্ট হচ্ছেন। আমার নিজের উপার্জন না থাকার জন্য আমাকেও কত কথা শোনায়! আর ভালো লাগে না। কিন্তু বৃদ্ধাশ্রমে রাখলে আশেপাশের লোকে কী বলবে!

- শোনো, এই বুড়ো যতদিন আছে, ততদিন তুমি সম্পত্তিও পাবে না। তাই ভেবে দেখো।

- হুম। তুমি চিন্তা কোরো না। তুমি আর অঙ্কুশই আমার সব। আমার জীবনে আর কারোর কোনও গুরুত্ব নেই।

অনিন্দ্যবাবু প্রায়ই অনিকেতকে বলতেন, "বাবু, কথায় বলে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।' এবার মকর সংক্রান্তিতে আমাকে গঙ্গাসাগর ঘুরিয়ে আনবি?" অনিকেত এই সুযোগ হাতছাড়া করে না। ওর মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে স্বার্থান্বেষী অমানবিকতা।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy